অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ মাসুদ রানা
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোহাম্মদ মাসুদ রানা।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
প্রজ্ঞাপনে রেঞ্জ রিজার্ভ ফোর্স,রংপুর এর কমান্ডেন্ট মোহাম্মদ মাসুদ রানা সহ ১১৯ জন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
মোহাম্মদ মাসুদ রানার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার কাঠিয়ারপাড়ায়। শিক্ষাজীবনে তিনি ১৯৮৭ সালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৯ সালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিভাগে ভর্তি হন। ১৯৯৭ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
২০০৩ সালে ২২তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আইভরি কোস্ট, সুদান ও মালিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এছাড়াও তিনি শেরপুর জেলা পুলিশ, র্যাব হেডকোয়ার্টার, র্যাব-১০ এ বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন।