অনলাইনেই সম্পন্ন হবে রাবি শিক্ষার্থীদের সকল বর্ষের ভর্তি প্রক্রিয়া

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে মাস্টার্স পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ও ফি জমা অনলাইনে সম্পন্ন করতে পারবে।আগে শুধুমাত্র প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হতো।

রবিবার ১১ অক্টোবর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে এক সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম সভায় এই ভর্তি প্রক্রিয়া পরিসেবা’র বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন,এই পরিসেবাটির মাধ্যমে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ভর্তি ফি জমা করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও ফি জমা দিতে পারবে এজন্য তাদের ব্যাংকে বা কোন অফিসে স্বশরীরে যাওয়া লাগবে না।

এসময় উপস্থিত উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান ‘অনলাইন এডমিশন সিস্টেম’ প্রক্রিয়া দেখে সন্তুষ্ট হন এবং যত দ্রুত সম্ভব এটি কার্যকর করার নির্দেশ দেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী,জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো:আজিজুর রহমান,আইকিউএসি পরিচালক অধ্যাপক আবুব বকর মো: ইসমাইল,প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, রুটার সহ-সভাপতি অধ্যাপক মোঃ সায়েদুজ্জামান,রুটার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান, কম্পিউটার এন্ড সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানসহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

পোস্টটি শেয়ার করুন