অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষের মুখে সুন্দর পুর ইউনিয়ন চেয়ারম্যান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষের মুখে পড়েছে চাঁপাই নবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। বেশ কয়দিন থেকেই তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় ও স্থানীয় মিডিয়া।
সেই প্রতিবাদের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

আজ রোববার সকালে ইউনিয়ন পরিষদের সামনে সুন্দরপুর সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।  

প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক হযরত আলী মাস্টার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক নয়ন আলী,আশরাফুল ইসলাম বাবলু,সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড,১০ টাকা কেজি চাল,বয়স্ক ভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন