অবশেষে কলেজ ছাত্রলীগ সভাপতি সিয়ামের সহযোগিতায় ভর্তি হলো সেই অসহায় মেধাবী শিক্ষার্থী রনি


নিজস্ব প্রতিবেদকঃ দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থী সেই রনির পাশে দাড়ালো রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম। তাঁর সহযোগিতায় আজ সোমবার রনি তার কলেজে ভর্তি সম্পন্ন করে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এসময় উপস্থিত ছিলেন।
নওগাঁ মান্দা উপজেলার কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে রবিউল ইসলাম রনি এ বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আবেদন করে রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিবেচিত হয় রনি। কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে না পেরে গতকাল কলেজ থেকে ঘুরে যায়। এই নিয়ে কয়েকটি গণমাধ্যমে নিউজও প্রচার হয়।
পরে পরিচিত এক মাধ্যমে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়ামের শরণাপন্ন হয় রনি। আজ কলেজ ছাত্রলীগের সভাপতি সিয়ামের উদ্যোগে রনিকে কলেজে ভর্তির সহযোগিতাসহ সম্পূর্ণ বেতন মওকুফ করা হয়।
সেই সাথে যতদিন রনি কলেজে পড়াশোনা করবে তার পাশে ছাত্রলীগ থাকবে বলে জানান সিয়াম।
উল্লেখ্য, রবিউল ইসলাম রনি নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ শিমলা এলাকার জসিম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পথে পথে ঘুরছেন।স্বামী-সংসার নিয়ে ভাবতে ভাবতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন তার মা রহিমা বিবি।
এত সমস্যার মাঝেই রনি শুনে রোববার থেকে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া।খবর পেয়ে প্রতিবেশীর সহায়তায় রোববার রাজশাহী পৌঁছায় রনি।কিন্তু ভর্তির জন্য নির্ধারিত খরচ জোগাড় না হওয়ায় ভর্তি হতে পারেনি।ফাইল হাতে ঘুরে ফিরে ক্যাম্পাস থেকে ফিরে যেতে হয় তাকে।
রনি জানায়, সে আজীবন ছাত্রলীগের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সিয়াম ভাই এর আন্তরিকতা ও সহযোগিতা সারাজীবন মনে থাকবে।