আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে রাবি ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আইভি রহমানসহ ১৫ আগস্ট, ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন হল ও অনুষদ শাখার সভাপতি – সাধারণ সম্পাদক বৃন্দ।

পোস্টটি শেয়ার করুন