আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে রাজশাহী মহানগর ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজশাহী সরকারি সিটি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

আলোচনা সভায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল হক সেল্টু, সাবেক সভাপতি ও রাসিক কাউন্সিলর আব্দুল মোমিন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগ, বিভিন্ন থানা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন