আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন ড. হাছান মাহমুদ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে উন্নীত হয়ে এক নম্বরে এসেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাকি তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন; মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দিপু মনি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলদের ভোটে পাস হওয়ার পর আলাদাভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।
পরে বাকিদের নাম ঘোষণা করেন দশমবারের মতো নির্বাচিত সভাপতি শেখ হাসিনা।

ড. হাছান মাহমুদ ২০০১ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিশেষ সহকারী এবং ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারেরমত আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-৬ আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে ১,০১,৩৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ২০০৯ সালের ৮ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, একই বছরের ১ আগস্ট থেকে ২০১১ সালের ২৮ নভেম্বর পর্যন্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান।

পোস্টটি শেয়ার করুন