আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি র সদস্য হলেন রাবি ছাত্রলীগের সাবেক নেতা কৌশিক


ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটি র সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুঃসময়ে সাহসী ছাত্রলীগ নেতা ও শেরপুর জেলার কৃতি সন্তান কৌশিক আহমেদ।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ কে এই উপ-কমিটির সভাপতি হিসেবে ও বাকিদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
কৌশিক আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সহ দুঃসময়ে জামাত শিবিরের রক্তচক্ষু উপেক্ষা করে নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সভাপতি হিসেবে জামাত শিবির মুক্ত ক্যাম্পাস করতে অগ্রণী ভুমিকা পালন করেন।
কৌশিকের উপ কমিটি র সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী রা শুভেচ্ছা জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মারুফ কৌশিকের প্রাপ্তি তে অনুভূতি প্রকাশ করে বলেন, আমার সময়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং একই রুমে আমরা থাকতাম শেরপুরের একজন ছাত্রনেতার এমন সাফল্য নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের।।
নতুন দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর কৌশিক আহমেদ বলেন ” বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ডিজিটাল বাংলায় রুপান্তরিত করার ক্ষেত্রে আমাকে সুযোগ প্রদান করা হয়েছে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ স্যারকে।”