আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন শহীদ তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে রিমির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে সদস্য সংখ্যা ১৭ জন। সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকার বলে এ ফোরামের সদস্য।

২০১২ সালের সেপ্টেম্বরে গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে সিমিন হোসেন রিমি এমপি নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৭ (গাজীপুর-৪) আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পোস্টটি শেয়ার করুন