ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ: আগামীতে জনগণ চায়লে জাতীয় সংসদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্তান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান।
শিবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সাবেক সচিব জিল্লার রহমান এ কথা জানান। ৮ অক্টোবর শনিবার দুপুরে নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সাবেক সচিব জিল্লার রহমান আরও জানান, বৃহৎ পরিসরে জনগণের সেবা ও উন্নয়নসহ বেকারদের কর্মসংস্থান করতে হলে সংসদ সদস্য হওয়া দরকার। তিনি জানান, প্ল্যাটফরম হিসেবে তিনি আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন।
এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিলভাতিয়াকে ঘিরে কৃষিভিত্তিক ইপিজেড, দক্ষ কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রি তৈরিতে একটি ইনস্টিটিউট তৈরির কথা জানিয়ে তিনি আরও বলেন, এখানে যদি একটি ইনস্টিটিউট করা যায়, তাহলে এ এলাকার বেকার যুবকরা যারা কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রির কাজ করে তারা এখান থেকে ৬ মাসের কোর্স কমপ্লিট করে দক্ষ হয়ে গড়ে উঠবে।
ইনস্টিটিউট ও কৃষিভিত্তিক ইপিজেড করা গেলে বহু লোকের কর্মসংস্থান হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
প্রধানমন্ত্রীর কাছ থেকে এই জেলার জন্য শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার অনুমতি নিয়েছিলাম। সচিব থাকা অবস্থায় তার ব্যবস্থা করে দিয়েছিলেন। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে গত বৃহস্পতিবার তিনি প্রায় ২০ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। তিনি জানান, চাকুরী থেকে অবসর গ্রহণের ৩ মাস আগে জেলা সদরে ৪/৫ টি প্রতিষ্ঠানের জন্য প্রায় দেড়শো কোটি টাকার কাজ করার ব্যবস্থা করেন।