ট্রিবিউন ডেস্ক: ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে।
ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গণমাধ্যমকে জানান, ১১ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির যেদিন প্রধানমন্ত্রী অনুমোদন করবেন সেদিনই এ ফল প্রকাশিত হবে।
করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের ৬টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি পত্রের নম্বর নির্ধারিত ছিল ৫০। অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে আগের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ ডিসেম্বর।
২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অপরদিকে ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।