

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী আজাইপুর-শংকরবাটী বিল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ চাঁপাইনবাবগঞ্জ।
রবিবার সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বিল টি সংস্কারের জন্য মাননীয় জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করেন।
এসময় এলাকার মানুষদের দুর্ভোগের কথা ভেবে তা নিরসন করতে একাত্মতা এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন স্বাচিপের জেলা সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডাঃ গোলাম রাব্বানী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন হাজ্বী বাবলু,সাবেক ছাত্রনেতা ও চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী অহিদুজ্জামান অহিদ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাকিব,রিয়াদ ফয়সাল, মাসিদুল হাজ্বী,সংগঠনের দায়িত্ব প্রাপ্ত নেতা জিলহাজ্ব সহ তিন গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার জনগণ।