

ডেস্ক নিউজঃ আজ চাঁপাই নবাবগঞ্জ জেলার দুই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলার সদর উপজেলার ৭নং চরঅনুপনগর ও নাচোল উপজেলার ২নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এছাড়া সারাদেশে একই সাথে বিভিন্ন পদে ২০৮টি স্থানীয়
জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ মিলিয়ে বিভিন্ন পদে মোট ২০৮টি স্থানীয় এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রাখা হয়েছে পুলিশ আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি সাধারণ নির্বাচন এবং ১৯২টি উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলা পরিষদের নির্বাচন হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে নয়টি ইউনিয়ন পরিষদের।