আজ শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ – শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২২

ট্রিবিউন ডেস্ক: স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে রবিবার (১৫ মে)। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

এই ম্যাচের ভেন্যু ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দেশের মাটিতে শ্রীলঙ্কাকে টেস্টে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মত হোম ভেন্যুতে লঙ্কা-বধের লক্ষ্যে টাইগাররা জয়ের জন্য মরিয়া।

অবশ্য নানা ইস্যুতে টালমাটাল দেশে স্বস্তি এনে দিতে শ্রীলঙ্কানরাও জয়ের জন্য মুখিয়ে আছেন। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে বোলারদের জন্য আহামরি সুবিধা না থাকলেও দুই দলই ফলাফল বের করে আনার ব্যাপারে আত্মবিশ্বাসী।

বাংলাদেশ এই ম্যাচে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সাকিব আল হাসানের সাথে স্পিন বিভাগের দায়িত্বে দেখা যেতে পারে নাঈম হাসান অথবা তাইজুল ইসলামকে। দুই পেসার এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ চৌধুরী গতির ঝড় তুলতে পারেন সাগরিকায়। এছাড়া একাদশে মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান/তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।

শ্রীলঙ্কা
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), লাসিথ এম্বুলদেনিয়া, কাসুন রাজিথা/আসিথা ফার্নান্দো, প্রবীণ জয়াউইকরামা, বিশ্ব ফার্নান্দো।

সূত্রঃ বিডি ক্রিকটাইমস

পোস্টটি শেয়ার করুন