আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যের পূনর্বাসনের জন্য পাঁচ লক্ষ টাকা প্রদান র্যাব-১২ অধিনায়কের


নিজস্ব প্রতিবেদকঃ আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যকে পুনর্বাসনের জন্য সঞ্চয়পত্রের ০৫ লক্ষ টাকা প্রদান করেছেন র্যাব-১২ এর অধিনায়ক।
মঙ্গলবার ১২ জানুয়ারী দুপুর ০২.৩০ টায় র্যাব-১২ এর অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি,অতি: ডিআইজি আত্মসমর্পণকারী জঙ্গি মোঃ সালাউদ্দিন আহমেদ সুজন(৩৪) কে ০৫ লক্ষ টাকার মূল সঞ্চয়পত্র এবং ৯ম-১২তম লভ্যাংশের টোকেন প্রদান করেন।
র্যাব-১২ জানায় , রাজশাহী জেলার বাঘা উপজেলার দাদপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে মোঃ সালাউদ্দিন আহমেদ সুজন(৩৪) জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল । সে তার ভুল বুঝতে পেরে গত ০৯ ডিসেম্বর, ২০১৭ ইং তারিখে র্যাব-১২ তে আত্মসমর্পণ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরবর্তীতে র্যাব-১২ তাকে পুনর্বাসনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখায় তিন বছরের জন্য ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র খুলে দেয়।
ইতোমধ্যে তাকে তিন মাস অন্তর সঞ্চয়পত্রের সকল লভ্যাংশের টোকেন প্রদান করা হয় এবং গত ১৮ ডিসেম্বর,২০২০ ইং তারিখে সঞ্চয়পত্রের মেয়াদ ০৩ বছর পূর্ন হয়। এর প্রেক্ষিতে, আজ ১২ জানুয়ারি,২০২১ ইং তারিখে র্যাব-১২ এর অধিনায়ক ০৫ লক্ষ টাকার মূল সঞ্চয়পত্র এবং অবশিষ্ট ৯ম-১২তম লভ্যাংশের টোকেন অভিভাবকের উপস্থিতিতে প্রদান করেন।
এ সময় র্যাব-১২ এর ঊর্ধতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য র্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন।