আত্রাইয়ে আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমপি হেলালের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান
এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁঃ নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের ঈদের শুভেচ্ছা উপহার বিতারন করলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
শনিবার দুপুরে আত্রাই উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, সহ-দফতর সম্পাদক শাহীদ শিবলু, উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম, কৃষক লীগের সভাপতি আজিজ মন্ডল, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরদার শোয়েব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাদী মসনদ স্বরুপ,সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অমিত কুমার।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার পাঞ্জাবী, থ্রি পিস ও শাড়ী বিতারন করা হয়েছে।