আত্রাইয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাদ্য বিতরণসহ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন; আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কাজী রহমান, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সাংবাদিক মোঃ সামছুজ্জামান সেন্টু, সাংবাদিক তপন কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২ জুন

পোস্টটি শেয়ার করুন