আত্রাইয়ে সাবেক ইউপি সদস্য মান্নানের ক্যাডার বাহিনীর হাতে এনজিও ম্যানেজার লাঞ্ছিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁঃ নওগাঁর আত্রাইয়ে মৌসুমি এনজিও ভবাণীপুর শাখার ম্যানেজার মো.ময়েন উদ্দিনকে হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সাহাগোলা ইউনিয়ন ভবাণীপুর মির্জাপুর এলাকার সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো.মান্নানের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে মৌসুমি এনজিও ম্যানেজার মো.ময়েন উদ্দিন প্রতিদিনের মতো বাজারে চা খাওয়ার জন্য আসেন। বেশ কয়েক দিন আগে সাবেক ইউপি সদস্য মান্নান ঋণ প্রস্তাব করে। বিশেষ কারণ বশত তাকে ঋণ দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে রাগ এবং ক্ষোভে ইউপি সদস্য ক্যাডার বাহিনী দিয়ে ম্যানেজারের ওপর চড়াও হয়।

বিশেষ সূত্রে জানা যায়,সকালে বাজারের চা’য়ের দোকানের সামনে মান্নান ক্যাডার বাহিনী মৌসুমি এনজিও ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে এক হাতে গলা চেপে ধরে অন্য হাতে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় এলাকার কিছু লোক ছুটে এসে তাকে রক্ষা করেন।

এ ব্যাপারে মোসুমি এনজিও ম্যানেজার মো.ময়েন উদ্দিন বলেন, আমার ভেতরে খুব ভয় কাজ করছে।এখানে চাকুরি করায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু মাঠে কাজ করতে হয় আমার।কাজের জন্য অনেক সময় রাত হয়ে যায়।এ অবস্থায় আমার জীবন হুমকির মুখে।

মুঠোফোনে মৌসুমি এনজিও র উপ প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী গৌতম চন্দ্র জানান, আসলে এমন ঘটনা দুঃখজনক। এনজিও ঋণ কাকে দেবে তার দায়িত্ব এনজিও কর্মকর্তাদের। আমরা সরেজমিনে এসেছি ভবাণীপুর মৌসুমি এনজিও শাখা অফিসে। আগামীকাল মৌসুমি এনজিও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেব।

পোস্টটি শেয়ার করুন