আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী মহানগরের আহবায়ক কমিটি গঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ প্রশান্ত মিনজ্ কে আহবায়ক, প্রীতি হেমব্রম, আনিয়েল সরেন, সুদীপ্ত টুডু এবং জয়ন্তী মার্ডিকে যুগ্ম- আহবায়ক এবং বিজয় বিশ্বাসকে সদস্য সচিব করে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর এর কমিটি গঠন করা হয়েছে।

২৯ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৪টায় রাজশাহীর গণকপাড়াস্থ জাতীয় আদিবাসী পরিষদের কার্যালয়ে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতি ভুষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ, রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, কোষাধ্যক্ষ অনিল রবিদাস, সদস্য অনিল গজার।

সভায় বক্তারা বলেন, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠণ করবে। এই কমিটি একটি শক্তিশালী আদিবাসী নেতৃত্ব গড়ে তুলবে। আদিবাসী শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনকে জোরদার এবং আদিবাসী শিক্ষার্থীদেরকে আদিবাসী ছাত্র পরিষদের পতাকাতলে এক্যবদ্ধ করতে এই নেতৃত্ব সাহসী ভূমিকা রাখবে। একই সাথে রাজশাহী মহানগরীর আদিবাসী শিক্ষার্থীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন