আবাসিক ছাত্রীদের ১৬ দফা দাবি নিয়ে বঙ্গমাতা হল ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রাবিতে আবাসিক ছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হল প্রাধাক্ষ্যকে স্মারকলিপি প্রদান করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগ ।

বৃহস্পতিবার ৯ জুন বঙ্গমাতা হলের প্রাধাক্ষ্য ড. শর্মিষ্ঠা রায়কে এই স্মারকলিপি প্রদান করেন হল ছাত্রলীগের সভাপতি তাজরিন আহমেদ খান মেধা ও সাধারণ সম্পাদক স্মৃতি বালা।

    বঙ্গবন্ধু কর্ণার নির্মাণ, হলের ডাইনিং খাবারের মান উন্নয়ন, ক্যান্টিন চালু, লিফট চালু, ভিন্ন ভিন্ন ধর্মালম্বীদের প্রার্থণা কক্ষ তৈরি, সাপ্লাই পানির ব্যবস্থাসহ ১৬ দফা দাবি উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

হল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তাজরিন আহমেদ খান মেধা বলেন; ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল,রাজশাহী বিশ্ববিদ্যালয় এর মেয়েদের সুবিধা-অসুবিধা এবং নানাবিধ চাহিদার কথা চিন্তা করে তাদের যৌক্তিক দাবি-দাওয়া গুলো বঙ্গমাতা হল ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় প্রাধ্যক্ষ ম্যামকে প্রদান করি। ম্যাম তাৎক্ষণিকভাবে আমাদের বেশ কিছু দাবি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। ইনশাআল্লাহ্‌ দ্রুত ই আমরা মেয়েদের সকল দাবি-দাওয়া ও চাওয়া-পাওয়া পূরণ করতে সক্ষম হব বলে আশা করছি।
ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যাম এবং হল প্রশাসন।’

পোস্টটি শেয়ার করুন