

রাবি প্রতিনিধি:শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আবাসিক হল খুলে দিয়ে সকল বিভাগের স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর- ২০২০) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রেরিত এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান।
মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ভিসির পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (ভারপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান।
স্মারক লিপিতে বলা হয়, রাবির সকল পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থীদের সেশনজট ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। যার ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে হতাশ হয়ে পড়ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এই অগণতান্ত্রিক সরকার হঠকারীভাবে সিনেমা হল, শপিং মল খুলে দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের কথা না ভেবে একতরফাভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
তারা তাদের দাবিকে যুক্তিসঙ্গত দাবি করে তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সকল পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি,সদ্য যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহবায়ক সামসুদ্দিন চৌধুরী সানিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান খান, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক সরদার জহুরুল, সহ আইন সম্পাদক আহসান হাবিব, সদস্য মাহমুদুল মিঠু, বুলবুল রহমান, জহিরুল ইসলাম, সম্রাট আব্দুল লতিব, আতিক শাহরিয়ার আবির, মারুফ হোসেন, নাফিউল জীবন প্রমুখ।