আমাদের আত্ম পরিচয় দ্য ছাত্রলীগ…

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

আবু সাঈদ আল মাহমুদ: জাতির পাশে সর্বদা ছাত্রলীগ। মাতৃভাষার জন্য লড়াই, শিক্ষার জন্য লড়াই, অধিকার প্রতিষ্ঠার লড়াই, স্বাধীনতার জন্য রক্তদান, স্বৈরাচার, মৌলবাদ, জঙ্গীবাদের বিরুদ্ধে বিরামহীন লড়াই অথবা আর্ত মানবতার সেবা – সর্বদা, সর্বাগ্রে ছাত্রলীগ।

জগৎবিখ্যাত রাজনীতিবিদ বঙ্গবন্ধুর হাতে গড়া অবৈতনিক, নিঃস্বার্থ, দেশপ্রেমিক পদাতিক বাহিনী বাংলাদেশ ছাত্রলীগ। দেশের তরে, মানুষের তরে আত্ম- উৎসর্গীকৃত এক মহত্তম ছাত্র সংগঠণ। বন্যায়, করোনায়, রোহিঙ্গা সেবায়- যে কোন দূর্যোগে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ।

মগের মুল্লুকের অমানবিক বাহিনী অভ্যন্তরীণ সমস্যা সামাল দিতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আমাদের সীমান্তে গুলি ছুঁড়েছে মাঝে মধ্যে অথবা তাদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমাদের সীমান্তে পড়েছে।

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রশাসন ঘুঙদুম থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র নিরাপদ উখিয়ায় স্থানান্তর করেছে। কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থা হয়নি।

বরাবরের মত দেশপ্রেমিক ছাত্রলীগ, মানবসেবায় সদা প্রস্তুত ছাত্রলীগ সর্বাগ্রে ঘুঙদুমের কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। নিজেরা বাসের ব্যবস্থা করে নিরাপদে ও স্বস্তিদায়কভাবে কোমলমতিদের যাতায়াতের ব্যবস্থা করেছে।

আমি অভিভূত, আনন্দিত, গর্বিত অনুজদের এই মহৎ উদ্যোগে। অভিনন্দন কক্সবাজার জেলা ছাত্রলীগ। এইতো আমাদের আত্ম পরিচয়, দ্য ছাত্রলীগ…………

______________
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ।

পোস্টটি শেয়ার করুন