

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের তাৎপর্য অনুসন্ধান শীর্ষক বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশনা “আমাদের স্বাধীনতা শব্দটি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ এর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।