![আরএমপিতে ‘সিডিআর এনালাইসিস কোর্স (৩য় ব্যাচ) এর উদ্বোধন](https://chapaitribune.com/wp-content/uploads/2022/10/FB_IMG_1665472777016.jpg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে ৭ দিন মেয়াদি ‘সিডিআর এনালাইসিস কোর্স (৩য় ব্যাচ) এর উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে আরএমপি ট্রেনিং স্কুলে প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো: গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো: মাঈনুল ইসলাম পিপিএম (বার)-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।