আরএমপি’র গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গ্রান্ড মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

রবিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্সে এই প্যারেড অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন