আরএমপি’র শ্রেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর হিসেবে পুরস্কার পেলেন মশিউর রহমান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নভেম্বর মাসের অপরাধ সভায় শ্রেষ্ট পুলিশ ইন্সপেক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন আরএমপি কাশিয়াডাঙ্গা থানার পুলিশ ইন্সপেক্টর ওসি তদন্ত মো মশিউর রহমান।

সোমবার সাকালে আরএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আরএমপির মাসিক অপরাধ সভায় আরএমপিতে শ্রেষ্ট পুলিশ ইন্সপেক্টর নির্বাচিত হওয়ায় আনুষ্ঠানিক ভাবে মো মশিউর রহমান কে এ সম্মাননা স্বারক তুলেদেন আরএমপির পুলিশ কামিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

র্দীঘদিন যাবত কাশিয়াডাঙ্গা থানায় সুনামের সাথে নিজের পেশা দারিত্ব বজায় রেখে ওসি তদন্ত অফিসার হিসাবে কর্মরত রয়েছেন মো মশিউর রহমান। সাম্প্রতিক ভালো কাজের জন্য বেশ কয়েক বার মশিউর রহমানকে পুরস্কার প্রদান করেন আরএমপি কমিশনার।

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সদর রুহুল কুদ্দুস জানান, আরএমপি সকল উইনিটের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে প্রতি মাসে আরএমপি সদর দপ্তরে আরএমপির মাননীয় পুলিশ কমিশনারের উদ্যোগে মাসিক অপরাধ পর্যালচনা ও কল্যান সভা আয়োজন করা হয়। সেই সভায় সকল ইউনিটের পুলিশ অফির্সাদের নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন পুলিশ কমিশনার স্যার।

তিনি আরো বলেন, এ সভায় বিভিন্ন থানা পুলিশের ও বিভিন্ন জোনের পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ভালো কাজের উপরে ভিত্তি করে পুলিশ কমিশনার স্যার নিজে হাতে ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করেন। আগামীতে আরো ভালো কাজ কারা জন্য উৎসাহিত করেন মাননীয় সুযোগ্য আরএমপির কমিশনার স্যার।

এর আগেও পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১১,২০০ পিচ নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেট যার (মূল্য আনুমানিক ২১,০০,০০০/-টাকা)সহ ০১ জনকে আটক করায় ভাল কাজের উৎসাহ প্রদানের লক্ষে কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব উৎপল কুমার চৌধুরী, অফিসার ইনচার্জ, এস এম মাসুদ পারভেজ, ইন্সপেক্টর (তদন্ত), মোঃ মশিউর রহমান, এসআই (নিঃ) মোঃ তাজ উদ্দিন আহম্মেদসহ কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কে পুরস্কার প্রদান করেন আরএমপির পুলিশ কামিশনার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম, আরএমপি বোয়ালিয়া জোনের ডিসি মো সাজিদ হোসেন, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মাসুদ পারভেজ। এছাড়াও পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দরা।

পোস্টটি শেয়ার করুন