ট্রিবিউন ডেস্ক: চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার পারফরমেন্সের পাশাপাশি আলোচনায় সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি খোলামেলা পোশাক পরে বিশ্বকাপ মাতিয়েছেন। ক্রোয়েশিয়ার প্রতিটা ম্যাচেই তিনি উপস্থিত ছিলেন মাঠে। ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাঁর পোশাকের জন্য সমস্যায়ও পড়েছেন। এই ইভানা কল এবার ক্রোয়েশিয়া দলের জন্য দিলেন একটি বিশেষ প্রস্তাব। আজকের আর্জেন্টিনার সাথে ম্যাচে একইভাবে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই সুন্দরী। এছাড়াও তিনি জানালেন ক্রোয়েশিয়া দল যদি বিশ্বকাপ জেতে তাহলে তাদের জন্য রয়েছে একটা বিশেষ উপহার।
ইভানা প্রতিটা ম্যাচেই ক্রোয়েশিয়ার পতাকার ডিজাইনের পোশাক পরে মাঠে যান। সেইরকমই একটি ম্যাচের পর জার্মানির এক সাংবাদিক ইভানাকে প্রশ্ন করেন ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে তিনি কী করবেন? জবাবে ইভানা জানান, ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে যাবে কি না বা গেলেও চ্যাম্পিয়ন হবে কি না তা অবশ্য সময় বলবে, তবে আরও যে দুটো ম্যাচ খেলবে তারা তা নিশ্চিত। ১৪ ডিসেম্বর আর্জেন্তিনার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ক্রোয়েশিয়া। সেই ম্যাচে জিতলে সোজাসুজি চলে যাবে ফাইনালে, আর পরাস্ত হলে তৃতীয় স্থানের জন্য খেলতে নামবে। ইভানা জানিয়েছেন তিনি ক্রোয়েশিয়ার প্রতিটা ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন ও দলের জন্য গলা ফাটাবেন।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে মাত্র সাতবার খেলেছে ক্রোয়েশিয়া আর তারমধ্যেই তিনবার শেষ চারে পৌঁছে গেছে। বিশ্বকাপ খেলা যেকোনও দলের কাছে এই রেকর্ড আকর্ষণীয়।
ফুটবল দল একদিকে যেমন মাঠে রেকর্ড গড়ছে তেমনই মাঠের বাইরে রেকর্ড গড়ছেন ইভানা। পোশাকের জন্য কাতারের নিয়ম ভঙ্গের ঘটনা প্রতিদিনই ঘটিয়ে থাকেন তিনি। তাঁর ছবি তুলতে আগ্রহী হন কাতারের বাসিন্দারা। শোনা গিয়েছিল নিয়ম ভাঙার জন্য তাঁকে গ্রেফতার করতে পারে কাতার প্রশাসন। কিন্তু সেসব কিছুই হয়নি।
কাতার বিশ্বকাপের শুরু থেকে একাধিক বিতর্কে জড়িয়েছে সেদেশের প্রশাসন। মানবাধিকার লঙ্ঘন, বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, সমপ্রেমের নিষেধাজ্ঞা, বিয়ে না হওয়া যুগলের একসঙ্গে থাকায় বাধা। বেশি খোলামেলা পেশাক পরায় বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। এই নিয়ে প্রতিবার করেছে পাশ্চাত্যের সমর্থকরা। যদিও সেই প্রতিবাদকে আমল দেওয়া হয়নি আয়োজকদের পক্ষ থেকে। নিয়মগুলো জারি থেকে গেছে। এবার সেই নিয়ম না মানায় বিপাকে পড়তে চলেছেন এক ক্রোয়েশিয়ার সমর্থক। নিজের স্বল্প পোশাকের জন্য ইভানা নল নামে ওই সমর্থককে গ্রেফতার করতে চলেছে কাতার প্রশাসন। তবে একদিনে যখন তাঁর মাথায় গ্রেফতারের খাঁড়া ঝুলছে সেই সময় তিনি সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি জুটিয়েছে সেক্সি চিয়ারলিডারের তকমা।
(ছবি সৌজন্যে Instagram @knolldoll)
ইভানা আলোচনা আসেন যখন বিশ্বকাপের আগে হায়া কার্ড নিয়ে কাতার সরকারের নিন্দা করেন। এই হায়া কার্ড থাকলে তবেই সে বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন। কিন্তু ইভানার অনেক পরিচিত তা পাননি।
সোশাল মিডিয়ায় জনপ্রিয় ইভানার এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল ক্রোয়েশিয়ায়। সেখান থেকে বিশ্বের বাকি সমর্থকরাও বিষয়টি জেনে আওয়াজ তোলেন।
ইভানা ক্রোয়েশিয়া বনাম মরক্কোর ম্যাচে উপস্থিত ছিলেন। সেখানে তিনি গ্যালারি থেকে ভিডিয়ো বানান ও গ্যালারিতে দাঁড়িয়ে ছবিও তোলেন। যা ভাইরাল হয়ে যায়।
তাঁর এই ছবিটা কাতার প্রশাসনের চোখে পড়তে দেরি হয়নি। ফলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কাতার প্রশাসন। তাঁর শাস্তি হতে পারে জেল।
(ছবি সৌজন্যে Instagram @knolldoll)
তবে ইভানা শাস্তিতে ভয় পান না বলে জানিয়ে দিয়েছেন। তিনি কাতারের আগামী ম্যাচেও একই পোশাকে যাবেন বলে জানিয়েছেন।
যদিও ফিফা ইংল্যান্ড প্লেয়ারদের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের বলেছিলো কাতারে স্বল্প পোষাক বা লো কাট টপ না পরতে। সমর্থকদের কাঁধ বের করা কোনও পোষাক না পরতেও নিষেধ করে ফিফা কিন্তু তাতে কোন প্রভাব পড়েনি ইভানার ক্ষেত্রে।