ট্রিবিউন ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার রাত ৮টায় নানকিং দরবার হলে সংবর্ধনা প্রদান ও স্বাচিপ এর ২৮ তম প্রতিষ্ঠবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ মনসুর আলী, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ আব্দুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
কি-নোট স্পিকার ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাচিপ রাজশাহীর সাবেক সভাপতি ডা. এসআর তরফদার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।