আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটনের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ আসিক হোসেন দিপু এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নাবিল হাসানের উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ জানুয়ারী বাদ মাগরিব রাজশাহী পিডব্লিউডি অফিসের (সিএন্ডবি) মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে রাজপাড়া থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আহাদ আলী, সাংগাঠনিক সম্পাদক মোঃ বারিক হাসান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন বিশাল, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল হাসান ইশান, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন মাহমুদ জয়, ছাত্রলীগের সদস্য দিপ্ত, সিয়াম, ফারাবি, মনির, তানভির, মাসুদ, বিশাল, অভি প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ শনিবার করোনা টেস্টে পজিটিভ রেজাল্ট আসে। তিনি করোনাকালীন সময় থেকেই অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে সার্বক্ষনিক কাজ করে গেছেন। সেই সাথে করোনা মহামারী থেকে মানুষকে নিরাপদ রাখতে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।