আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটনের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় শ্রমিক লীগের দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর।

মঙ্গলবার বাদ আসর রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগ এর শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আবু সেলিম, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ওয়ালি খাঁন, এসএম আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী কাবাতুল্লাহ, রাশেদুজ্জামান রাশেদ, জামিউল করিম সুজন, লিয়াকত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আকতার আলী, দপ্তর সম্পাদক শ্রী গণেশ প্রামানিক, সহ-দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক আবু নাঈম ফজলে রাব্বী, কার্যকরী সদস্য সঞ্জু, বাবু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক সাদাতুর রহমান বকুল, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম, সাধারণ সম্পাদক ফারুক, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আসমাউল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রাজশাহী মহানগর হোটেল শ্রমিক লীগের সভাপতি আমিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, রাজশাহী মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি ভোলা, সাধারণ সম্পাদক গোলাম রসূল, ওয়াসা শ্রমিক লীগের সভাপতি মোঃ আশরাফ আলী।

দোয়া পরিচালনা করেন রাজশাহী মহানগর ওলামা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন।

দোয়া শেষে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল উপস্থিত নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ ইউনিটে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল করার নির্দেশনা প্রদান করেন।

রুয়েট ছাত্রলীগের দোয়া মাহফিল

এছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে। করোনা আক্রান্ত হওয়ার সংবাদের পরপরই সুস্থতা কামনা করে নগরীসহ বিভিন্ন স্থানে প্রতিদিন দোয়া করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পোস্টটি শেয়ার করুন