আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটনের সাথে নগরীর পাঁচ থানা আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন মতিহার, শাহ মখদুম, বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মতিহার থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, শাহ মখদুম থানার সভাপতি সৈয়দ আখতারুল আলম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু।

বুধবার বিকেলে শাহ মখদুম থানা আওয়ামী লীগের সম্মেলনে অতিথিবৃন্দ ও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

পোস্টটি শেয়ার করুন