আ’লীগ নেত্রীর অসুস্থ মাতাকে দেখতে গেলেন নগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. শামসুন্নাহার মুক্তির মাতা মমতাজ বেগম অসুস্থ্য হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ছুটে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
শুক্রবার বিকেলে ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনীস্থ বাসভবনে তাকে দেখতে যান তিনি। এ সময় তিনি অসুস্থ্য মমতাজ বেগমের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোশেনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল হক মঞ্জু, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম, জেলা মহিলা লীগের সহ-সভাপতি চপলা সহ স্থানীয় নেতৃবৃন্দ।