আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে শুরু হয়েছে কাতার বিশ্বকাপের মাঠের লড়াই। এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানসহ সফলভাবে শেষ হয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ। পশ্চিমা বিশ্বের নেতিবাচক কথা থাকলেও বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে আগ্রহের কমতি ছিল না দর্শকদের। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিক্রি হয়েছে ২.৯৫ মিলিয়ন টিকিট।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানান, বিক্রি হওয়া টিকিটের মধ্যে অধিকাংশই কিনেছে কাতার, সৌদি আরব, মেক্সিকো, ব্রিটেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ভারত এবং ব্রাজিল থেকে। দোহার বিক্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে টিকিটপ্রত্যাশীদের। মোট টিকিট বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রোববার কাতারের আল বায়েত স্টেডিয়ামে ছোট্ট কিন্তু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের ২২তম আসরের। কাতারের ৮ ভেন্যুতে হবে ৬৪ ম্যাচ। আগামী ১৮ ডিসেম্বর সর্বোচ্চ ৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।