

নিজস্ব প্রতিবেদকঃচাঁপাই নবাবগঞ্জ জেলার আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচন সামনে রেখে নৌকার পক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় গণসংযোগ করেছেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী দলীয় প্রার্থীরা।
আজ বুধবার সন্ধ্যায় রহনপুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও সাধারণ জনগণের মাঝে নৌকার পক্ষে গণসংযোগ করা হয়।
মতবিনিময় সভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন আকবর মুক্তি,রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ হালিমা বেগম।
এসময় ২নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ড মহল্লায় নৌকার প্রতীকের জন্য মতবিনিময় ও গণসংযোগ করা হবে।