আহত খেলোয়াড় তানিমের উন্নত চিকিৎসার জন্য সহায়তা দিলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহীতে আহত ফুটবল খেলোয়াড় তানিমের উন্নত চিকিৎসার জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন মরহুমা জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে জিমনেসিয়াম উদ্বোধনের পর আহত খেলোয়াড়ের সহায়তার অর্থ তুলে দেন তিনি। পরে জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন রাসিক মেয়র ।


🔹 জিমনেসিয়াম উদ্বোধন করেন রাসিক এর মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন 🔹

এ সময় উপস্থিত ছিলেন- বজলুর রহমান রতন, ওয়াহেদুন নবী অনু, রেজাউল করিম রেজা, জুলফিকার ইসলাম কচি, আব্দুল্লাহ খান, মাহমুদুল হাসান,সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেড সহ খেলোয়াড় ও সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন