ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় টাইগারদের শাহীন আকতার রেণীর শুভেচ্ছা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টুয়েন্টিতে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় শাহীন আকতার রেণী বলেন, বাংলাদেশ-ইংল্যান্ড টি-টুয়েন্টি তিন ম্যাচ সিরিজে টাইগারদের অসাধারণ পারফরম্যান্স হয়েছে। প্রতিটি ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ‘তে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ।

টাইগারদের দুর্দান্ত সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। টাইগারদের ঐতিহাসিক এই জয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আগামীতে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

পোস্টটি শেয়ার করুন