ইউজিসি কতৃক ‘গণশুনানি’ উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাবি প্রাধ্যক্ষ পরিষদ


ডেস্ক নিউজঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘গণশুনানি’র উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক প্রফেসর ড. পার্থ বিপ্লব রায় স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) কতৃক গঠিত তদন্ত কমিটি আগামী ১৭ সেপ্টেম্বর ২০২০ যে ‘গণশুনানি’র আহবান করেছে তা রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর সাথে সাংঘর্ষিক।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রাধ্যক্ষ পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভায় ইউজিসি কতৃক গৃহীত ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক যে গণশুনানি উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এছাড়া ইউজিসির বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক গণশুনানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই গণশুনানির বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্টাটাস দিচ্ছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।