ইফতারের কারনে ক্যাম্পাসে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করলো শের-ই-বাংলা হল ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিদিনই বিভিন সংগঠন উদ্যোগে ইফতার করেন শিক্ষার্থীরা। ইফতারের পর বেশিরভাগ স্থানে উচ্ছিষ্ট পড়ে থাকে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা এসব ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
১৫ এপ্রিল শুক্রবার বিকেলে ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে পড়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রাবির শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক স্বাধীন খান, সহ-সভাপতি ওয়ালিউল্লাহ রাজু, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রাতুল বলেন; শের-ই-বাংলা ফজলুল হক ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল মাঠের ইফতারির কারনে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হযেছে।
তিনি বলেন; আশা করি, আমরা সবাই ইফতারির পর উচ্ছিষ্ট অংশ ক্যাম্পাসের নির্দিষ্ট ময়লার বক্সে ফেলবো এবং আমাদের ক্যাম্পাস পরিস্কার রাখতে সহযোগিতা করবো।