ইরানে ঢুকে আলকায়দা নেতাকে হত্যা করলো ইসরাইলি গোয়েন্দারা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

ইরানে ঢুকে আলকায়দা নেতাকে হত্যা করেছে ইসরাইলি গোয়েন্দারা। আফ্রিকায় ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলায় অভিযুক্ত আলকায়দা নেতা আব্দুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে হত্যা করেছে ইসরাইলি গোয়েন্দারা।

তিন মাস আগে চলতি বছরের আগস্টে তেহরানে মোটরসাইকেলে করে দুই ইসরাইলি গোয়েন্দা গুলি করে আল-মাসরিকে হত্যা করেছে।
খবর-আল-জাজিরার।

আলজাজিরা জানিয়েছে, এ সময় ইসরাইলি গেয়েন্দাদের গুলিতে আল-মাসরির মেয়ে, ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের স্ত্রীও নিহত হন।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করলেও কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। আর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, মেয়েসহ আল-মাসরি নিহত হয়েছে। তার মেয়ে ছিল ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিধবা স্ত্রী।

উল্লেখ্য, ২০১১ সালে এক মার্কিন অভিযানে নিহত হয় আল-কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন।

এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট’ তালিকায় ছিল আল-মাসরির নাম। কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত ছিল সে। ওই দুটি ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২২৪ জন মানুষ এবং আহত হয়েছিলেন কয়েকশ।

পোস্টটি শেয়ার করুন