

ডেস্ক নিউজঃ সুদান এখন থেকে কোন ইসলামিক রাষ্ট্র নয়। এখন থেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই পরিচিতি পাবে সুদান।
বৃহস্পতিবার ইথিয়োপিয়ার রাজধানী আদিস আবাবে এক সভায় সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হমদোক আর সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট এর নেতা আবদুল আজিজ আল হিলু একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
এসময় সুদানের সরকার উত্তর আফ্রিকার রাষ্ট্রে ৩০ বছরের ইসলামিক শাসনের (Islamic Law) সমাপ্তি করিয়ে ধর্মকে আলাদা করার কথায় সহমত পোষণ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর, ভয়েস অব আমেরিকা ও ভারতের টাইমস অব ইন্ডিয়ায় এই খবর জানানো হয়েছে।
নতুন এই ঘোষণাপত্রে বলা হয়, সুদানকে গণতান্ত্রিক দেশ বানাতে হবে, সেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করতে হবে, এখানে সংবিধানটি ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছিন্নতার নীতির ভিত্তিতে হওয়া উচিত। এর অনুপস্থিতিতে স্ব-সংকল্পের অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে। সরকারের তরফ থেকে বিদ্রোহী শক্তির সাথে শান্তি সমঝোতা শুরু করার পর এক সপ্তাহেরও কম সময়ে এই সমঝোতা শেষ হয়ে যায়।
এই সমঝোতায় দাফুর আর সুদানের অন্য অংশ গুলো থেকে বেদখল করা স্বৈরাচারী শাসক উমর আল বাশিরের আরও লড়াই করার আশাও শেষ হয়ে গেলো।
উত্তর আফ্রিকার এই দেশটির ৯৭% মানুষ ইসলাম ধর্মাবলম্বী।
সেই বিংশ শতাব্দী অর্থাৎ ১৯৮৯ সাল থেকে সুদানে ইসলামিক আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা শুরু হয়েছিল।