

জুবায়ের আলম,রাজশাহী: ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরনো রাজতিলক সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা সিনেমা হল ‘রাজতিলক’ চালু হয়েছে। মাসিক ভাড়ার চুক্তিতে সিনেমা হলটি পরিচালনা করছেন চলচ্চিত্রের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে সিনেমা হলে দর্শকের ভিড় চোখে পড়ার মতো। ঈদের দিন বৃষ্টির কারণে প্রথম শোতে তেমন একটা দর্শক না এলেও পরের শোগুলো ছিল দর্শকের সরব উপস্থিতি। ক্রমেই দর্শক প্রেক্ষাগৃহে ফিরছেন। বেশ কয়েকটি শোতে দেখা গেছে সর্বাধিক দর্শক সমাগম।
সাজ্জাদ বলেন, সিনেমার সুদিন ফেরানোর জন্য সবাই চেষ্টা করছেন। ইতোমধ্যে কিছু ভালো ভালো সিনেমা হয়েছে। দর্শকেরা সিনেমা দেখতে হলমুখী হয়েছে। রাজশাহীতে যেহেতু আর কোনো হল চালু নেই, তাই এই হলটি চলবে বলে তিনি মনে করছেন।
অনেকের ধারণা ছিল, সিনেমা যেমনই হোক দর্শক আর ঘর থেকে বেরিয়ে প্রেক্ষাগৃহে যাবে না। কিন্তু ঈদের সিনেমা প্রমাণ করেছে, সে ধারণা সঠিক নয়। ঈদের সিনেমা দিয়ে জমজমাট সিনেমাপাড়া। আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন দর্শক।