উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ আগামী তিন বছরের জন্য লুইস টুডু সভাপতি ও কর্নেলিউস মুরমু সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার ৩ সেপ্টেম্বর বেলা ২:৩০ টার দিকে তেভাগা আন্দোলনের কেন্দ্রভূমি নাচোলে আদিবাসী একাডেমী চত্ত্বরে নতুন কমিটির নাম ঘোষনা করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি হিংগু মুরমু।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু জানান, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম জনমানুষের সংগঠন, কন্ঠস্বর ও ভালোবাসার প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া, জাতিগোষ্ঠী, অর্থনৈতিক সীমাবদ্ধতা, উগ্রবাদিতা-ধর্মান্ধতা এবং বিচ্ছিন্নতা থাকলেও আস্থা ও ন্যায়ের পক্ষে অবিচলভাবে চলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে এ সংগঠনটি ।

তিনি বলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ২০১২ খ্রিস্টাব্দ হতে বাংলাদেশের আদিবাসীসহ সকল মানুষের রাষ্ট্রে ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও বেঁচে থাকার নূন্যতম বিষয়ের দাবি-দাওয়া এবং মানবাধিকার রক্ষায় আদিবাসী/সংখ্যালঘু উন্নয়ন সংস্থা ও সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জনে সফল হয়েছে। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন মানবাধিকার বিষয়ক সেমিনারে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সদস্যবৃন্দ প্রতিনিধিত্ব করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধানের ৩য় ভাগে যে মৌলিক বিষয়গুলো লিপিবদ্ধ আছে; তার ৩৮ নং অনুচ্ছেদ অনুযায়ী এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ সংগঠনের প্রধান অভিলক্ষ্যই হচ্ছে, “মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা।” সকল প্রকার বৈষম্য, সাম্প্রদায়িকতা নিরসন এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উর্দ্ধে থেকে সরকারি দল, বিরোধী দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন, আলোচনা সভা, সেমিনার, সাংবাদিক সম্মেলন ও বিভিন্ন ঐতিহাসিক দিবস পালনের মধ্য দিয়ে আদিবাসীদের সুখ-দুঃখের কথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া এবং নায্য দাবি আদায়ে সংগঠনটি প্রতিশ্রুতি বদ্ধ।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম জানান, উত্তবঙ্গের ১৬টি জেলায় এ সংগঠনের জেলা ও উপজেলা শাখা গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা পর্যায়ক্রমে এ সংগনটির শাখা বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর। উত্তরবঙ্গে প্রায় একশাধিক আদিবাসী সংগঠনের মিলন কেন্দ্র হচ্ছে ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। নতুন কমিটির ঘোষনার পূর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আদিবাসী নেতৃবৃন্দ দেশে চলমান আদিবাসীদের ওপর হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, ভূমি দুস্যদের হাতে আদিবাসীদের ভূমি জবর দখল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন লুইস টুডু, খাজিনা বেসরা, স্টেফান টুডু, কর্ণেলিউশ মুরমুসহ আরো অনেকে।

পোস্টটি শেয়ার করুন