উত্তরায় গার্ডার পড়ে এবং চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাসিক মেয়রের শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় ক্রেকে থকে গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং দুইজন আহত হওয়ায় এবং পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের আশু সুস্থ্যতা কামনা করেন।