উন্নয়নমুখী বাজেট পাশ হওয়ায় প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানিয়ে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক: উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান ও সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে অপার সম্ভাবনার ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে দলীয় টেন্ট থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এসময় আরো উপস্থিত ছিলেন ; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, গোলাম সারোয়ার, জাকিরুল ইসলাম জ্যাক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদক বৃন্দ, অনুষদসমূহের নেতৃবৃন্দ৷