উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আমাদের বিজয়ী হতে হবে: খায়রুজ্জামান লিটন
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশ ও দল চালাচ্ছেন, আমরা যদি নিজেদের মধ্যে বিভাজন না করি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের কেউ হারাতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আমাদের বিজয়ী হতে হবে।’
রোববার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত রাজশাহী মহানগর ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
আরো বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।