ট্রিবিউন ডেস্ক: আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।
সূচি অনুযায়ী, ১৩ দিনে মোট ৬১টি বিষয়ের পরীক্ষা এখনও ঝুলে রয়েছে। বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ের এত পরীক্ষা আটকে গেছে।
প্রত্যেক শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে চারটি আবশ্যিক বিষয় (প্রথম ও দ্বিতীয় পত্র) এবং আইসিটিসহ মোট ১৩টি বিষয়ে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে আটটি বিষয় ঐচ্ছিক।
গত ৩০ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আট দিনের পরীক্ষা শেষে কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিনবার পরীক্ষা স্থগিত করে সরকার।
অবশেষে সব পরীক্ষা স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
তবে শিক্ষার্থীদের আন্দোলন ও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর উদ্ভুত পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানায় বোর্ডগুলো।