

বিশেষ প্রতিনিধি: মহান বিজয় দিবস ও বর্তমান কমিটির বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের গল্প ও বিজয়ের গানে একদিন ‘ শিরোনামে বিভিন্ন কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি,চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা।
৩০ ডিসেম্বর বুধবার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সোনা মসজিদের বিভিন্ন ঐতিহাসিক স্থানে কর্মসূচি পালন করা হয়।
সারাদিন ব্যাপী কর্মসূচি শুরু হয় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হকের কবরে শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে। পরে সোনা মসজিদে অবস্থিত গণকবরে শ্রদ্ধা নিবেদন করে কমিটির সদস্যরা।
এছাড়া জিরো পয়েন্ট, ত্বোহাখানা শাহ নিয়ামতুল্লাহ(রহ) এর কবর জিয়ারত, খনিয়াদীঘি মসজিদ ও দারাসবাড়ি মাদ্রাসা পরিদর্শন করা হয়।
সেখানে দারাসবাড়িতে সকলে দুপুরের খাবারের পর সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক আলোচনা শেষে মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি চারণা করেন বীর মুক্তিযোদ্ধারা।
সাংগঠনিক আলোচনা ও মুক্তিযুদ্ধের গল্প সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উপাধাক্ষ কামরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
এসময় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন