ট্রিবিউন ডেস্ক: একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ্য থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে কিছুটা অগ্রগতিও হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হতে হবে।
ওবায়দুল কাদের বলেন, নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশের মেধা মনন, আমাদের বুদ্ধিবৃত্তির চর্চায় আঘাত হেনেছিল চূড়ান্তভাবে। ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশার বাস্তবায়ন শুরু হয়। দুর্ভাগ্য এ ১০ ডিসেম্বরে সরকার পতনে মহাসমাবেশ করেছে বিএনপি।
তিনি আরও বলেন, সাংবাদিক নিজামুদ্দিন, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন এ দিনে তাদের আল বদর বাহিনী তুলে নিয়ে যায়। তারপর এই গুমের গল্প বাংলাদেশে বলে, ওই গুমের কোনো তুলনা নেই বাংলাদেশের ইতিহাসে। গুম করে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। ১৯৭১ সালের ১০ তারিখ থেকে শুরু করে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাকাণ্ড পরিচালনা করে। আজকের এ দিনে এসব শহীদের গভীরভাবে শ্রদ্ধা জানাই।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে লোকজন রায়ের বাজারে আসতে শুরু করেন। তারা সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসর রায়ের বাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে।
এর আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।