এতিম শিশুদের ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করলেন ডাঃ অর্ণা জামান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ২, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহী নগরীর এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

রবিবার ১মে নগরীর উপশহরে অবস্থিত নিজ বাসভবনে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেন তিনি। নতুন পোশাকের সাথে এতিম শিশুদের মাঝে ঈদ সালামিও প্রদান করেন ডা: অর্ণা জামান।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, সাবেক সভাপতি নাইম রহমান নিবিড় প্রমুখ।

উল্লেখ্য: ডা. আনিকা ফারিহা জামান অর্ণা রাজশাহীতে অবস্থিত বিভিন্ন মাদ্রাসায় অবস্থিত এতিম শিশু, মাদ্রাসার শিশু, পথচারী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রথম রমজান থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও সেহেরি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

একইসাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এতিম শিশু ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসাবে জামা , পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন ডা. অর্ণা জামান।

পোস্টটি শেয়ার করুন