ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজশাহী জেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উল্লেখ্য- ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু তখনকার পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ ৬ দফা দাবিতে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন। ৭ জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ এবং তৎকালীণ সীমান্ত রক্ষী বাহিনীর (ইপিআর) গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন।

এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি।

পোস্টটি শেয়ার করুন